Profile picture for user yeasin arafat 232
Bangladesh

হজ্ব ক্যাম্প - ২০২৫ Hajj Camp - 2025

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিস, আশকোনা, ঢাকা-তে বাংলাদেশ স্কাউটস-এর পরিচালনায় মাসব্যাপী "হজ ক্যাম্প ২০২৫"-এ "রোভার স্কাউটদের সেবাদান কার্যক্রম-২০২৫" পরিচালিত হয়। এই মহতী কার্যক্রমের অংশ হিসেবে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ এর পক্ষ থেকে ০১ মে থেকে ০৭ মে ২০২৫ পর্যন্ত আমি বিভিন্নভাবে হজযাত্রীদের সেবায় নিয়োজিত থাকার সুযোগ লাভ করেছি। এই আয়োজনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ায় এবং সার্বিক সহায়তা প্রদানের জন্য যারা যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
Location
Topics
Inner peace and spirituality
Youth Engagement

Share via

Share