Profile picture for user arifin_gosg
Bangladesh

তীব্র গরমে মানুষদের তৃষ্ণা মেটানোর জন্য পানি বিতরন

বাংলাদেশে এ বছর এপ্রিল মাসে ৩৯.১ ডিগ্ৰি সেলসিয়াস তাপমাত্রা ছিল।এ তীব্র গরমে অনেকে ডিহাইড্রেশন শিকার হয়েছে। বেশিরভাগ রিকশাওয়ালারা শিকার হয়েছে। আবার অনেকে অসুস্থ হয়ে পড়েছে জ্বর, ঠান্ডা,কাশি এর মধ্যে দিয়ে যেতে হয়েছে।এর জন্য আমরা উদ্বেগ নিলাম এবং পানি বিতরণ এর জন্য ব্যবস্থা করলাম

তারপর আমরা পানি বিতরন এর জন্য যেসব জিনিসের প্রয়োজন তা সংগ্ৰহ করলাম যেমন:১.একটি পানির জার যেটাতে পানি রাখব২.পানির জার রাখার জন্য একটি বেঞ্চ৩.ডিসপসিবেল পেপার কাপ৪.ঠান্ডা পানি বিতরন লেখে কতগুলো পোস্টার বানিয়েছিলাম আমরা ৫.পোস্টার আটকানোর জন্য টেপ। এই জিনিসগুলো নিয়ে একটি জায়গা ঠিক করলাম। তারপর আমরা পানি বিতরন করা শুরু করলাম।রাস্তা দিয়ে যাতায়াত কারিদের পানি বিতরন করলাম,এর মধ্যে রিকশাওয়ালা,ভ্যানগাড়িওয়ালা, সিএনজি চালক এবং পায়ে হেঁটে যাওয়া মানুষেরা ছিল

এর মাধ্যমে আমরা তীব্র গরমে কাজ করে বুঝতে পেরেছি যে জীবন যাপন করা সহজ কাজ নয়। মানুষ তাঁর রোজগার এর জন্য অনেক কষ্ট করে এ তীব্র গরমে তাঁদেরকে বাসা থেকে বের হয়ে কাজে যেতে হয়।এ কাজের মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পেরেছি। মানুষদেরকে এ তীব্র গরমের থেকে যাতে ডিহাইড্রেশন না সেজন্য আমাদের এই উদ্যোগ।

Started Ended
Number of participants
1
Service hours
21
Beneficiaries
200
Location
Bangladesh
Topics
Youth Engagement
Youth Programme
Civic engagement

Share via

Share