সুন্দর পৃথিবী গড়তে বৃক্ষরোপন
একটি সুন্দর ও সুস্থ পৃথিবীর জন্য গাছ অনেক উপকারী উপাদান। গাছ আমাদের অক্সিজেন সরবরাহ ও পরিবেশের ক্ষতিকর পদার্থ কার্বণ-ডাই-অক্সাইড শোষণ করে নেয়। বাংলাদেশ সরকারের এস ডি জি উন্নয়ন এর লক্ষ্যের একটি অন্যতম লক্ষ্য বৃক্ষরোপণ। নিজেকে সুস্থ রাখতে,ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গাছ লাগানো প্রয়োজন।
আমাদের ইউনিটের রোভার ও লিডারদের আর্থিক সহায়তায় আমরা ৩০ টি (ফল,ফুল,ঔধুষি) গাছ ক্রয় করি।কলেজের বিভিন্ন ফাকা প্রাঙ্গণে সেই গাছ গুলো রোপণ করি। অত:পর তা সার্বিক পর্যবেক্ষণ রাখি।
আমরা ক্রয়কৃত বিভিন্ন জাতের গাছ গুলোর উপকারিতা সম্পর্কে জানতে পারি। ঔষুধি গাছগুলোর গুণগত কার্যকরী সম্পর্কে জানি।