Bangladesh

সোনাগাজীতে ভয়াবহ বন্যায় প্রয়োজনীয় সামগ্রী উপহার

ফেনীর সোনাগাজীর অঞ্চলে ভয়াবহ বন্যার আঘাতে বহু মানুষ বিপর্যস্ত হয়েছে। অনেক এলাকায় পানির উচ্চতা বেড়ে যাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে, আর অসংখ্য মানুষ পর্যাপ্ত খাবার পাচ্ছে না। আমার দলকে সঙ্গে নিয়ে আমরা চেষ্টা করেছি দুর্গত মানুষদের জন্য শুকনো খাবার পৌঁছে দেওয়ার।
আমার দলের রোভাররা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে এই মহৎ কাজটি সম্পন্ন করেছে। বন্যা পরবর্তী ক্রাইসিস থেকে মুক্তি যাতে পায় সেই উদ্দেশ্যে আমরা চেস্টা করেছি ঐ মুহূর্তের প্রয়োজনীয় খাবার নিয়ে যেতে । এই উদ্যোগের মাধ্যমে আমরা চেষ্টা করেছি বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে, যাতে তাঁদের দুর্যোগের সময় কিছুটা হলেও স্বস্তি এবং সান্ত্বনা দিতে পারি।
আমি উপলব্ধি করেছি যে সেবার প্রকৃত মানে হলো, সবচেয়ে বিপদগ্রস্ত সময়ে মানুষের পাশে থাকা। যারা পানিতে ডুবে জীবন-মরণ লড়াই করছে, তাদের পাশে দাঁড়িয়ে সামান্য শুকনো খাবার পৌঁছে দেওয়াটাই তাদের বেঁচে থাকার জন্য নতুন আশার সঞ্চার করে।
Started Ended
Number of participants
1
Service hours
18
Beneficiaries
249
Location
Bangladesh
Topics
Communications and Scouting Profile
Youth Engagement
Youth Programme

Share via

Share