পবিত্র হজ্জ যাত্রীদের সেবায় স্কাউটস

প্রতিবছর হাজার হাজার হজযাত্রী ক্যাম্পে আসে, যাদের অনেকেই বয়স্ক এবং প্রথমবারের মতো বিদেশ যাত্রা করেন। তাদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে রোভার স্কাউট হিসেবে আমাদের মানবিক দায়িত্ববোধ থেকেই এই কাজ শুরু করি। মানুষের পাশে থাকা ও সেবার মাধ্যমে স্কাউট আদর্শ বাস্তবায়নের ইচ্ছাই ছিল প্রধান অনুপ্রেরণা।

বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধি দল ও রোভার সদস্যরা মিলে টিমভিত্তিকভাবে কাজ করি। প্রতিটি শিফটে দুইজন রোভার লিডার দায়িত্বে ছিলেন। আমরা হজযাত্রীদের ফার্স্ট এইড, ইমিগ্রেশন প্রক্রিয়ায় সহযোগিতা এবং ডরমিটরির নিরাপত্তা ও পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করি। সারাক্ষণ হাসিমুখে ও শ্রদ্ধার সাথে কাজ করায় হজযাত্রীরা স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং তাদের সব কাজ সহজে সম্পন্ন হয়।

আমরা শিখেছি, সেবা ও সহানুভূতিই একজন সত্যিকারের স্কাউটের পরিচয়। শৃঙ্খলা, দলবদ্ধতা এবং শ্রদ্ধার মাধ্যমে বড় কোনো দায়িত্বও সফলভাবে সম্পন্ন করা যায়। এই অভিজ্ঞতা আমাদের আত্মবিশ্বাসী করেছে এবং মানবতার সেবা করার মানসিকতা আরও গভীর করেছে।

Started Ended
Number of participants
100
Service hours
48
Beneficiaries
1000
Location
Bangladesh
Topics
Youth Engagement
Good Governance
Humanitarian action

Share via

Share