
পবিত্র হজ্জ যাত্রীদের সেবায় স্কাউটস
প্রতিবছর হাজার হাজার হজযাত্রী ক্যাম্পে আসে, যাদের অনেকেই বয়স্ক এবং প্রথমবারের মতো বিদেশ যাত্রা করেন। তাদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে রোভার স্কাউট হিসেবে আমাদের মানবিক দায়িত্ববোধ থেকেই এই কাজ শুরু করি। মানুষের পাশে থাকা ও সেবার মাধ্যমে স্কাউট আদর্শ বাস্তবায়নের ইচ্ছাই ছিল প্রধান অনুপ্রেরণা।
বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধি দল ও রোভার সদস্যরা মিলে টিমভিত্তিকভাবে কাজ করি। প্রতিটি শিফটে দুইজন রোভার লিডার দায়িত্বে ছিলেন। আমরা হজযাত্রীদের ফার্স্ট এইড, ইমিগ্রেশন প্রক্রিয়ায় সহযোগিতা এবং ডরমিটরির নিরাপত্তা ও পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করি। সারাক্ষণ হাসিমুখে ও শ্রদ্ধার সাথে কাজ করায় হজযাত্রীরা স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং তাদের সব কাজ সহজে সম্পন্ন হয়।
আমরা শিখেছি, সেবা ও সহানুভূতিই একজন সত্যিকারের স্কাউটের পরিচয়। শৃঙ্খলা, দলবদ্ধতা এবং শ্রদ্ধার মাধ্যমে বড় কোনো দায়িত্বও সফলভাবে সম্পন্ন করা যায়। এই অভিজ্ঞতা আমাদের আত্মবিশ্বাসী করেছে এবং মানবতার সেবা করার মানসিকতা আরও গভীর করেছে।