Profile picture for user ashikahmed999
Bangladesh

নিরাপদ যাত্রা, শান্তির পথ — স্কাউটদের যাত্রী সেবা।

এই প্রকল্প শুরু করার মূল প্রেরণা ছিল যাত্রীদের ভোগান্তি কমানো। প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াতের সময় নানা ধরনের সমস্যার সম্মুখীন হন—যেমন যানবাহনের দেরি, পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব, সঠিক তথ্য না থাকা ইত্যাদি। আমি চাই যাত্রীদের যাত্রা আরও সহজ, আরামদায়ক ও নিরাপদ হোক। সেই ভাবনা থেকেই আমি এই যাত্রী সেবা প্রকল্প শুরু করি, যাতে মানুষ আরও ভালো সেবা পায় এবং তাদের সময় ও কষ্ট দুটোই বাঁচে।"

স্কাউট দলের সদস্য হিসেবে আমরা যাত্রীদের সহায়তার জন্য স্টেশনে তথ্য সহায়তা ডেস্ক বসাই, পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করি। স্কাউট টিম পরিকল্পনা করে কাজ ভাগ করে নেয় এবং যাত্রীদের সচেতন করতে প্রচার চালায়। স্থানীয় প্রশাসনও আমাদের সহায়তা করেছে।

এই প্রকল্প থেকে আমি শিখেছি কীভাবে দলগতভাবে কাজ করতে হয়, সময় ব্যবস্থাপনা কীভাবে করতে হয় এবং মানুষের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনে তাৎক্ষণিক সমাধানে এগিয়ে আসা যায়। আমি বুঝেছি, ছোট একটি উদ্যোগও মানুষের জীবনে বড় প্রভাব ফেলতে পারে।

Started Ended
Number of participants
1
Service hours
25
Beneficiaries
500
Location
Bangladesh
Topics
Health lifestyles
Interpersonal skills
Better Choice

Share via

Share