ক্ষুধা মুক্তি
আমাদের দেশে একটি জনবহুল দেশ।এখানে রয়েছে দারিদ্রতার ছায়া।৪০% অসহায় দরিদ্র মানুষ ক্ষুধার সমস্যাটির সাথে জড়িত।এই দরিদ্র মানুষের আত্ম চিৎকার শুনা সম্ভব না। ক্ষুধার যন্ত্রণা অত্যন্ত খারাপ। তাই এই ক্ষুধার সমস্যাটি দূরীকরণের উদ্দেশ্যে আমাদের নিজস্ব ফান্ড (অপার্থিব ফাউন্ডেশন) এর পক্ষ থেকে ছোট একটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আমরা ফান্ডের সকলে একত্র হয়ে নিজস্ব টাকায় ৬০ প্যাকেট খিচুড়ি এবং ৬০ বোতল পানি সংগ্রহ করি। কমলাপুর ফুটবল স্টেডিয়ামের সামনে এসে আমরা খাবার বিতরণ করা শুরু করি। আমাদের দেশে অনেক রিকশাওয়ালা ভাইয়েরা আছে যারা দু-বেলা ঠিক মতো খেতে পারে না।এবং রোদে তাদের কায়িক পরিশ্রম করে যেই টাকা যোটে তা দিয়ে ভালো এবং স্বাস্থ্যকর কিছু কিনে খাওয়া সম্ভব নয়।তাই আমরা ৪০ জন এর কাছাকাছি রিকশাওয়ালা ভাইদের একটি করে খাবার প্যাকেট এবং একটি করে পানি বিতরণ করি এবং বাকি প্যাকেটগুলো ফকির মিসকিনদের দেই।
এই প্রোজেক্টটি করে আমি আমার আশেপাশের অসহায় মানুষের কষ্ট বুঝতে পেরেছি, তাদের পাশে দাঁড়াতে পেরেছি। আমরা জানি ক্ষুধা মানুষের একটি মৌলিক চাহিদা।এটি সমাধান করা আমাদের দায়িত্ব তার সম্পর্কে আমি সচেতন হতে পেরেছি।নিজেকে তাদের জায়গায় রেখে বুঝেছি যে ক্ষুধা নিবারণের জন্যে মানুষ কতটা পরিশ্রম করে। সবশেষে আমি অনেকের মুখে হাসি ফোটাতে পেরেছি যা আমার কাছে অনেক। আগামী ভবিষ্যতে এই প্রচেষ্টা চলমান থাকবে।