কোভিড ১৯ টিকাদান কর্মসূচি।
দেশে দিন দিন করোনা বাড়ছে যা আমাদের সবার জন্যই বিপজ্জনক। এটি প্রতিরোধ করতে, মাস্ক ব্যবহার করা উচিত এবং কোভিড -19 টিকা নেওয়া উচিত।
বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভার এবং স্বাস্থ্য অধিদপ্তর যৌথ উদ্যোগে ঢাকায় অবস্থিত স্কুল ও কলেজ পড়ুয়াদের মাঝে এই টিকাদান কার্যক্রম বাস্তবায়ন করা হয়। ক্রিস্টাল ওপেন স্কাউটস্ গ্রুপের রোভার সদস্যরও টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ করে। আমি সেই কার্যক্রমে টিকাদাতা ডাক্তারদের কাছে সাহয্য এবং টিকা তথ্য হালনাগাদ করে থাকি।
এই প্রকল্পে কাজ করে আমি অনেক কিছু শিখেছি। এর মাধ্যমে আমি টিকা ভ্যাকসিন সসর্ম্পকে জেনেছি। এছাড়াও এর মাধ্যমে আমার তথ্য প্রযুক্তি এবং ডাটা এন্টির সর্ম্পকে জেনে থাকি।