ঈদ-উল-আজহা উপলক্ষে বাড়ি ফেরা যাত্রীদের সেবা
প্রতিবছর ঢাকা থেকে বহু মানুষ ঈদের ছুটিতে গ্রামে যায় তাদের স্বজনদের সাথে ঈদ পালনের জন্য। এ সময় স্টেশনে থাকে উপচে পড়া ভিড়। ঘরমুখী মানুষদের এই ভিড়ে সামলানো ও তাদের সহযোগিতার জন্য ঈদের আগে স্কাউটরা যাত্রী সেবা দিয়ে থাকে। যেন ঘর মুখে মানুষগুলো সুরক্ষিত ও সমস্যা বিহীনভাবে তাদের বাসায় পৌঁছাতে পারে এবং কেউ টিকেটবিহীন ভাবে ট্রেন যাত্রা করে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি না করে।
উক্ত সেবার মাধ্যমে বিনা টিকিটধারী কাওকে স্টেশনে প্রবেশ করতে পারে না। ফলে ট্রেনে অযথা ভিড় কম হচ্ছে। সাধারণ যাত্রীরা ট্রেনের সঠিক তথ্য পাচ্ছে। নারী শিশু বৃদ্ধরা উপকৃত হচ্ছে। বিশেষ চাহিদা সম্পন্ন রা হুইলচেয়ার প্রয়োজনে হুইল চেয়ার ব্যবহার করতে পারছে। প্রয়োজনে প্রাথমিক প্রতিবিধান গ্রহণ করা যাচ্ছে। হারানো এবং প্রাপ্তিতে যাত্রীরা দ্রুত সমাধান পাচ্ছে।
উক্ত প্রোজেক্ট থেকে বাংলাদেশের সবচাইতে বড় যোগাযোগ নেটওয়ার্কিং সিস্টেম সম্পর্কে জানতে পারছি। এর সাথে ভিন্ন রকম মানুষের সাথে কথা বলা এবং তাদের মানসিকতা বুঝে ব্যবস্থা গ্রহণ করা। সর্বোপরি নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে পেরেছি।