ভিটামিন A+ ক্যাম্পেইন (১ জুন, ২০২৪)

আমরা সম্পূর্ণ একটি সুস্থ পৃথিবি কল্পনা করতে পারি না। যেখানে সবাই রোগমুক্ত হবে। ভিটামিন এ-এর অভাবে প্রতি বছর বিপুল সংখ্যক শিশু মারা যায়। অনেকেই রাতকানা রোগে ভোগেন ভিটামিন এ এর অভাবে।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই ভিটামিন এ+ ক্যাম্পেইন প্রোগ্রামটি ১ জুন ২০২৪ তারিখে পরিচালনা করে। ০৯ টি ভিন্ন ভিন্ন কেন্দ্রে লোহালিয়া মুক্ত স্কাউট গ্রুপের মোট ২৭ জন স্কাউট সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কাজ করে। এই ৮ ঘণ্টা সময়ে, প্রায় ১১০০ শিশুকে ভিটামিন এ+ ক্যাপসুল বিতরণ করা হয়েছিল।
মানুষরা এই কঠিন সময়ে কিভাবে সুস্থ থাকতে হয় তা শেখতে পারে। সবাই তাদের শিশুর স্বাস্থ্যের সচেতন হবে। সবাই নিজেদের স্বাস্থ্যের সচেতন হবে এবং অন্যদের সচেতন করবে।
Number of participants
27
Service hours
6
Beneficiaries
1100
Location
Bangladesh
Topics
Health lifestyles

Share via

Share