Profile picture for user rubayet99
Bangladesh

বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫

পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব আমাকে এই প্রকল্পে কাজ করার প্রেরণা জুগিয়েছে। একটি সবুজ ও সুস্থ সমাজ গঠনের স্বপ্ন থেকেই আমি বৃক্ষরোপণে অংশগ্রহণ করি।

সরকারি মতিলাল ডিগ্রী কলেজ রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে দৌলতপুর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ বাস্তবায়ন করা হয়। এই প্রকল্পে আমাদের ইউনিটের একাধিক রোভার সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট ও জনবসতিপূর্ণ এলাকায় গাছ রোপণ করি, যাতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী নিশ্চিত করা যায়।

এই প্রকল্পে অংশ নিয়ে আমি বুঝেছি, একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি প্রকৃতি ও জীবনের জন্য আশ্রয় এবং নিরাপত্তাও তৈরি করে। রোভার হিসেবে পরিবেশ সচেতনতায় আমার দায়িত্ব ও কর্তব্য কী, সেটাও শিখেছি।

Started Ended
Number of participants
1
Service hours
9
Beneficiaries
540
Location
Bangladesh
Topics
Culture and heritage
Nature and Biodiversity
Humanitarian action

Share via

Share