Profile picture for user sifat ahmed
Bangladesh

গাজীপুর জেলার কাব হলিডে-২০২৩

"আমরা স্কাউট বন্ধু সবাই হাত রেখেছি হাতে, সুন্দর আগামীর জন্য আমরা মিলেছি একসাথে" গাজীপুর জেলার কাব হলিডে-২০২৩ ভেন্যু কাজী আজিমউদ্দিন কলেজ এ আয়োজন করা হয় এই কাব হলিডে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট গাজীপুর ও সভাপতি গাজীপুর জেলা রোভার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, মামুনুল করিম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সহ-সভাপতি গাজীপুর জেলা রোভার। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো: হারুন অর রশিদ হাওলাদার স্যার অধ্যক্ষ কাজী আজিমউদ্দিন কলেজ ও সহ-সভাপতি গাজীপুর জেলা রোভার। অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব, ফাতেমা জোহুরা (এল.এল.টি)। জেলা কাব লিডার গাজীপুর। উক্ত কাব হলিডেতে অংশ গ্রহণ করেন বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ১৫০ জন কাব সদস্য ও বিভিন্ন ইউনিট এর কাব লিডারগন। দিন ব্যাপী এই কাব হলিডে উপলক্ষে আলোচনা সভা, ডিসপ্লে, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রেষ্ট ও সনদ বিতরণ করা হয়। এ সময় স্কাউটিং পদ্ধতিতে হাতে কলমে ও আনন্দঘন পরিবেশে কাব শিশুদের শারিরিক, মানসিক ও আধ্যাতিক বিকাশ সাধন এবং সৎ, চরিত্রবান, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়। নানা আনন্দদায়ক ও শিক্ষনীয় কার্যক্রমে মুখরিত ছিলো কলেজ প্রাঙ্গণ। উক্ত অনুষ্ঠানকে সফল ও সুন্দর করতে ভলান্টিয়ার হিসাবে অংশগ্রহণ করি আমরা কাজী আজিমউদ্দিন কলেজ রোভার স্কাউট গ্রুপ এর সদস্য বৃন্দ।
Location
Topics
Better Choice
Humanitarian action
Inner peace and spirituality

Share via

Share