বার্ষিক ও দীক্ষা প্রদান ক্যাম্প-২০২৩
প্রতি বছর নভেম্বর মাসে আমাদের রাণী বিলাসমনি মুক্ত স্কাউট গ্রুপের সকল নতুন ও পুরাতন স্কাউটরা মহাকাব্যিক অ্যাডভেঞ্চারের জন্য একত্রিত হয় -যা বার্ষিক স্কাউট গ্রুপ ক্যাম্প এটি একটি তিন দিনব্যাপী বিভিন্ন কার্যকলাপ, চ্যালেঞ্জ,দীক্ষা,ব্যাজ প্রদান এবং ক্যাম্পফায়ারের গল্পে পরিপূর্ণ যা সারাজীবনের জন্য স্মৃতি তৈরি করে
প্রতিবছরের ন্যায় ২০২৩ সালের ২৩--২৫ নভেম্বর আমাদের ইউনিটের বার্ষিক ক্যাম্প,দীক্ষা ও ব্যাজ প্রদান ক্যাম্পের আয়োজন করা হয় গাজীপুর জেলার বাহাদুরপুরে রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে।উক্ত ক্যাম্পে গ্রুপ সম্পাদক,গ্রুপ সভাপতিসহ স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।উক্ত ক্যাম্পে নবাগত রোভার স্কাউটদের দীক্ষা ও অন্যান্য রোভার সদস্যদের ব্যাজ প্রদান করেন গ্রুপ সম্পাদক জনাব আওলাদ হোসেন(উডব্যাজার)।উক্ত ক্যাম্পে নিবাগত রোভারদের দায়িত্ব,রোভার কার্যক্রম,নিয়ম শৃঙ্খলা সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান করেন গ্রুপ সম্পাদক মহোদয় জনাব আওলাদ
হোসেন(উডব্যাজার)।
Location
Topics
Youth Programme
Good Governance
Communications and Scouting Profile
SDGS