Profile picture for user md samiul hasan
Bangladesh

টিকাদান সচেতনতা ও প্রদান কর্মসূচি

আমাদের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে টিকাদান সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিশুদের জন্য টিকাদান সহজতর করা। আমরা বিশ্বাস করি, স্বাস্থ্যই সকল সুখের মূল এবং একজন স্কাউট হিসেবে সমাজে ইতিবাচক প্রভাব তৈরি করাই আমাদের দায়িত্ব। তাই আমরা নিজেরা এগিয়ে এসে এই কর্মসূচি বাস্তবায়ন করেছি।
সকল শিশুর টিকাদান নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের স্কাউট দল তিনমাথা, বগুড়া এলাকায় একটি "টিকাদান সহায়তা ও প্রদান কর্মসূচি" আয়োজন করে। এই কার্যক্রমে স্কাউট রোভার সদস্যরা স্থানীয় স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা করে শিশুদের টিকা দেওয়ার কাজে সহায়তা করে এবং অভিভাবকদের স্বাস্থ্য ও টিকাদানের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করে। আমাদের উদ্দেশ্য ছিল সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া ও টিকাদানে আস্থা তৈরি করা।
এই প্রকল্পটি করতে গিয়ে আমরা বুঝেছি কীভাবে বাস্তব পরিস্থিতিতে কাজ করতে হয় এবং কিভাবে মানুষের সাথে যোগাযোগ করে স্বাস্থ্যবিষয়ক সচেতনতা তৈরি করা যায়। আমরা শিখেছি টিমওয়ার্ক, নেতৃত্ব, এবং কীভাবে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মিলিত হয়ে একটি সফল সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করা যায়। এই কাজ আমাদের আত্মবিশ্বাস এবং দায়িত্ববোধ আরও বাড়িয়েছে।
Started Ended
Number of participants
7
Service hours
15
Beneficiaries
117
Topics
Healthy Planet
Humanitarian action

Share via

Share