Profile picture for user adrita003898@gmail.com
Bangladesh

Shuddho Shohor, Shundor Desh

আমাদের প্রকল্পের অনুপ্রেরণা এসেছে শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখার ইচ্ছা থেকে। রাস্তা, মহাসড়ক, ফুটপাত ও প্রতিষ্ঠানের প্রাঙ্গণ প্রায়ই ময়লায় ভরে থাকে, যা পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই নিয়মিত পরিষ্কার কার্যক্রমের মাধ্যমে নাগরিকদের জন্য একটি স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ গড়াই আমাদের লক্ষ্য।
আমরা ইউনিটের দল নিয়ে নির্দিষ্ট দিনে শহরের রাস্তা, মহাসড়ক, ফুটপাত ও প্রতিষ্ঠানের মাঠ পরিষ্কার করেছি। ঝাড়ু, ময়লার ব্যাগ ও সুরক্ষা সামগ্রী ব্যবহার করে ময়লা সংগ্রহ করে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে পাঠানো হয়েছে। পাশাপাশি মানুষকে পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়েছে।
এই প্রকল্প থেকে আমরা শিখেছি যে দলগত প্রচেষ্টা বড় কাজকে সহজ ও কার্যকর করে তোলে। সঠিক পরিকল্পনা ছাড়া কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা কঠিন। নিয়মিত পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা পরিবেশ ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি, আর মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করলে তারা নিজেরাই পরিচ্ছন্নতা বজায় রাখতে আগ্রহী হয়। টেকসই পরিচ্ছন্নতা নিশ্চিত করতে শুধু একদিনের উদ্যোগ নয়, বরং ধারাবাহিক প্রচেষ্টা অপরিহার্য।
Started Ended
Number of participants
5
Service hours
9
Beneficiaries
150
Topics
Nature and Biodiversity
Global Support Assessment Tool
Healthy Planet

Share via

Share