
সুবিধাবঞ্ছিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ
সুবিধাবঞ্ছিত শিশু
২০২৪ সালে প্রথমবারের মতো রোটারিয়ানবৃন্দের সহযোগিতায় শিমুল মেমোরিয়াল প্রাঙ্গণে প্রি লাভড টু রি লাভড প্রতিপাদ্যে নতুন পুরাতন পোশাক, গৃহস্থালি সামগ্রী ও হস্তশিল্পের একটি মেলা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয় । এতে ৩০ হাজার টাকা ফান্ড রাইজ হয় যার সমস্ত সুবিধাবঞ্চিত শিশুদের ইদ উপহার, নতুন জামা ও শিক্ষা উপকরণে ব্যায় করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট এবং থ্রি স্টার ওপেন স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট সহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
Today's children are tomorrow's future