Profile picture for user nasimhossen30
Bangladesh

শীতবস্ত্র বিতরন অনুষ্ঠান ২০২০ ।

প্রতিবছর বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা নৌ শীতবস্ত্র বিতরন করে থাকে ,আমি ২০১৯ সালে এই কার্যক্রম প্রথম দেখে থাকি এবং আমার ভাল লাগে ,তার এ ধারাবাহিকতায় আমি ২০২০ সালের ২১ শে জানুয়ারী আয়োজিত উক্ত কার্যক্রমে অন্সগ্রহন করি।

প্রতিবছর বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা নৌ শীতবস্ত্র বিতরন করে থাকে ,,তার এ ধারাবাহিকতায় আমি ২০২০ সালের ২১ শে জানুয়ারী আয়োজিত উক্ত কার্যক্রমে করি, এই কার্যক্রমে মোট ৩০০ জন শীত বস্ত্র প্রত্যশী অংগ্রহন করে ,সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকে । দুপুর ২ টার পর এর কার্যক্রম শেষ হয় ।

এই কার্যক্রম এর মাধ্যমে আমি শিখেছি , কিভাবে সবাই মিলে এক সাথে থাকা যায় , ধনি গরিব সকলে সমান , মানুষ মানুষ এর জন্য। সকলে মিলে এক সাথে থাকলে দেশ আরো সুন্দর হবে। 

Number of participants
35
Service hours
6
Beneficiaries
300
Location
Bangladesh
Topics
Youth Engagement
Responsible consumption
Peacebuilding

Share via

Share