শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন কর্মসূচি
বিগত বছরগুলোর তুলনায় এ বছর শীতের প্রকোপ বাংলাদেশে কিছুটা বেশি। শীতের তীব্রতা বৃদ্ধির পাশাপাশি, বেড়েছে গৃহহীন মানুষদের দুর্ভোগ। গৃহহীন মানুষদের এই মানবেতর জীবনে কিছুটা স্বস্থি ফিরিয়ে দেওয়ার স্বল্প প্রয়াস হিসেবে যথাযথ স্বাস্থবিধি মেনে টাইগার শার্ক ওপেন এয়ার স্কাউট গ্রুপের পক্ষ থেকে প্রথম ধাপে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা ও আজিমপুর সংলগ্ন এলাকায় শীতার্তদের মাঝে রাতব্যাপী শীত উপহার হিসেবে কম্বল ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়।
টাইগার শার্ক ওপেন এয়ার স্কাউট গ্রুপের সম্মানিত সভাপতি ও জাতীয় কমিশনার (ভূ-সম্পত্তি), বাংলাদেশ স্কাউটস জনাব মোঃ আনোয়ারুল ইসলাম সিকদার এনডিসি ও অন্যান্য সহ সভাপতি মন্ডলীর মূল্যবান দিক নির্দেশনায় শীত উপহার বিতরণ কর্মসূচি সফল করতে সরাসরি অংশগ্রহন করেন গ্রুপের সম্পাদক জনাব শেখ আরিফুর রহমান রাজু, যুগ্ম সম্পাদক মোঃ নাজিম উদ্দিন রিপন, গ্রুপ স্কাউট লিডার মোঃ মনোয়ার হোসাইন শাওন, রোভার স্কাউট লিডার মোঃ মাসহুরুল হক রাজন, রোভার স্কাউট লিডার নাসরিন সুলতানা চৌধুরী নিসা, স্কাউট লিডার সাইদুল ইসলাম রুহান সহ কিছু সংখ্যক রোভার স্কাউট।
করোনা মহামারী পরিস্থিতি বিবেচনায় স্বল্প পরিসরে বিভিন্ন ধাপে কম্বল ও শীত উপহার বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।
#tsoasg
#AirScout
#DhakaDistrictAir
#AirRegion