সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সেবা মুক্ত স্কাউট গ্রপের বার্ষিক গ্রুপ ক্যাম্প ও ত্রৈ বার্ষিক সাধারণ সভা গত ৪ মার্চ ২০২০ খ্রি.স্কাউট গার্ডেন ( ক্রস বার-৩ ) এ অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সেবা মুক্ত স্কাউট গ্রপের বার্ষিক গ্রুপ ক্যাম্প ও ত্রৈ বার্ষিক সাধারণ সভা গত ৪ মার্চ ২০২০ খ্রি.স্কাউট গার্ডেন ( ক্রস বার-৩ ) এ অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে গ্রুপ বার্ষিক ডে ক্যাম্পের উদ্বোধন করেন সিরাজগঞ্জ এক্সিম ব্যাংকের ম্যানেজার, সেবা মুক্ত স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম. এম কামরুল হাসান ( প্রেসিডেন্ট রোভার স্কাউট)। এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর পরিচালক (সিরাজগঞ্জ ও পাবনা জেলা) সহকারী পরিচালক রাজীব আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন সেবা মুক্ত রোভার স্কাউট দলের স্কাউট রোভার লিডার মোঃ রফিকুল ইসলাম শামীম, কোষাধ্যক্ষ মোঃ শফিউল ইসলাম শফি ও সেবা মুক্ত স্কাউট দলের ইউনিট লিডার মোঃ ইমন আলী, অন্বেষণ মুক্ত স্কাউট দলের সম্পাদক ও ইউনিট লিডার মোঃ হোসেন আলী ( ছোট্ট)সহ প্রমূখ। স্কাউট, রোভার স্কাউট সদস্যরা দিন ব্যাপী বিভিন্ন স্কাউটিং কার্যক্রমে অংশগ্রহণ করে।
বিকেল ৪:৩০ মিনিটে গ্রুপের সাধারণ সভা আহবান করা হয় । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ¦ আব্দুল লতিফ বিশ্বাস , সাবেক মন্ত্রী , মৎষ্য ও প্রাণী সম্পদ মন্ত্রানালয় ওচেয়ারম্যান জেলা পরিষদ সিরাজগঞ্জ এবং সভাপতি সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যাল -২ এর বিজ্ঞ বিচারক জনাব ফজলে খোদা নাজির ( উডব্যাজার), সিরাজগঞ্জ জেলা স্কাউটস এর সম্পাদক জনাব সরকার ছানোয়ার হোসেন(এল.টি), সিরাজগঞ্জ সদর উপজেলার কমিশনার জনাব সাজেদুল ইসলাম, জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আইয়ুব আলী, বাংলাদেশ স্কাউটস এর পরিচালক (সিরাজগঞ্জ ও পাবনা জেলা ) সহকারী পরিচালক রাজীব আহম্মেদ।ত্রৈ বার্ষিক সাধারণ সভায় সম্মতি ত্রুমে জনাব আলহাজ¦ আব্দুল লতিফ বিশ্বাস , সাবেক মন্ত্রী , মৎষ্য ও প্রাণী সম্পদ মন্ত্রানালয় ওচেয়ারম্যান জেলা পরিষদ সিরাজগঞ্জ এবং সভাপতি সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ মহোদয় কে গ্রুপের প্রধান উপদেষ্টা, জনাব এম.এম কামরুল হাসান মহোদয়কে সভাপতি, জনাব রফিকুল ইসলাম শামীম কে গ্রুপ সম্পাদক করে নিম্নোক্ত কমিটি গঠন করা হয় :
১. প্রধান উপদেষ্টা – জনাব আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস , সাবেক মন্ত্রী , মৎষ্য ও প্রাণী সম্পদ মন্ত্রানালয় ওচেয়ারম্যান জেলা পরিষদ সিরাজগঞ্জ এবং সভাপতি সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ।
উপদেষ্টা :
১. প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম- প্রো-ভাইস চ্যান্সেলর, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
২. ফজলে খোদা নাজির- বিজ্ঞ বিচারক, নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যাল -২
৩.আবুল হাসেম অনু – বিশিষ্ট চিকিৎসক।
৪. শেখ সাদী খান।
২. সভাপতি: এম. এম কামরুল হাসান ( প্রেসিডেন্ট রোভার স্কাউট)- ম্যানেজার, এক্সিম ব্যাংক, সিরাজগঞ্জ।
৩. সহ-সভাপতি- জনাব গোলাম মোস্তফা রুবেল , স্টাফ রিপোর্টার , যমুনা টেলিভিশন ।
৪. গ্রুপ সম্পাদক- জনাব রফিকুল ইসলাম শামীম (উডব্যাজার)
৫. সহ সম্পাদক-জনাব আসলাম হোসেন , রোভার স্কাউট লিডার।
৬. কোষাধক্ষ্য-জনাব শফিউল ইসলাম।
৭. সম্পাদক (প্রোগ্রাম ও ট্রেনিং) – জনাব মো: ইমন আলী, (উডব্যাজার) ও বেষ্ট ইয়ুথ লিডার , ইউএনডিপি-বাংলাদেশ।
৮. সম্পাদক (প্রচার ও প্রকাশনা) – জনাব মো: আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি-গাজী টিভি.
৯. সম্পাদক ( গার্ল ইন স্কাউট) – মনিরা সুলতানা।
এছাড়াও মোট ১১ জন সদস্য কে উক্ত কমিটিতে অনুমোদন দেওয়া হয়। উক্ত কমিটির মেয়াদ হবে ৩বছর ।
বার্ষিক সাধারন সভা শেষে সম্প্রতি সমাপ্ত হওয়া ২য় জাতীয় কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্পে অংশগ্রহণকারী দলের সদস্যদের মাঝে সনদ বিতরণ করা হয়। পরিশেষে আনুষ্ঠানিকভাবে পতাকা নামানোর মাধ্যমে গ্রুপ ক্যাম্প