সেবা মুক্ত স্কাউট গ্রুপ সিরাজগঞ্জ এর বিশ্ব শান্তি দিবস উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচী পালন
বিশ্ব শান্তি দিবস উপলক্ষে ২১ সেপ্টেম্বর ২০২০ রোজ রবিবার সিরাজগঞ্জ জেলার জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ে সেবা মুক্ত স্কাউট গ্রুপ সিরাজগঞ্জ বৃক্ষ রোপন কর্মসূচী পালন করে।
উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন সেবা মুক্ত স্কাউট গ্রুপের সম্মানিত সভাপতি ও এক্সিম ব্যাংক সিরাজগঞ্জ শাখার ব্যবস্থাপক জনাব এম এম কামরুল হাসান (পি.আর.এস), জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: আইয়ুব আলী, দৈনিক করতোয়া ব্যুরো চীফ ও সিনিয়র সাংবাদিক জনাব হেলল আহমেদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
একটি যুদ্ধবিহীন বিশ্ব প্রতিষ্ঠার (যুদ্ধ নয়, শান্তি চাই স্লোগানে) লক্ষ্যে ১৯৮১ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত নম্বর ৩৬/৬৭ প্রস্তাব অনুসারে প্রতি বছরের সেপ্টেম্বর মাসের “তৃতীয় মঙ্গলবার” জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরু হওয়ার দিনটিকে “আন্তর্জাতিক শান্তি দিবস” হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
পরবর্তীতে, ২০০১ সালের ৭ সেপ্টেম্বর, জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত ৫৫/২৮২ নম্বর প্রস্তাব অনুসারে ২০০২ সাল থেকে প্রতি বছরের ২১ সেপ্টেম্বর “আন্তর্জাতিক শান্তি দিবস” হিসেবে উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।”আন্তর্জাতিক শান্তি দিবস” উপলক্ষে প্রথমে জাতিসংঘের মহাসচিব “শান্তি ঘন্টা” বাজান ও বিশেষ বাণী প্রদান করেন। এছাড়াও বিভিন্ন দেশের শিল্পী, শিক্ষাবিদ ও মানবপ্রেমিকদের শান্তি দূত হিসেবে নিয়োগ করেন ও তাদের বিভিন্ন কর্মকান্ড স্মরণ করেন।