
সবুজে বাঁচুক পৃথিবী - ২০২৫
প্রকৃতির প্রতি আমার ভালোবাসা আমাকে সবসময় পরিবেশ রক্ষায় কিছু করার অনুপ্রেরণা দিয়েছে। জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ দূষণের ভয়াবহতা দেখে মনে হয়েছে, আমরা যদি এখনই কিছু না করি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে চরম মূল্য দিতে হবে। এই উপলব্ধি থেকেই আমি ২০২৫ সালের বৃক্ষরোপণ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিই।
আমাদের এই প্রকল্পে আমরা গ্রামের বিভিন্ন অঞ্চল ও রাস্তার পাশে গাছ রোপণ করেছি। শুধু গাছ লাগানোতেই আমরা থেমে থাকিনি—স্থানীয় মানুষদের সঙ্গে আলোচনা করে পরিবেশ রক্ষার গুরুত্ব বোঝানোর চেষ্টা করেছি। পাশাপাশি, গাছের সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দিয়েছি, যাতে তারা নিজেরাই এসব গাছের যত্ন নিতে পারেন এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে পারেন।
এই কর্মসূচিতে অংশগ্রহণ করে আমি দলগত কাজের গুরুত্ব বুঝেছি, নেতৃত্বের গুণাবলি আয়ত্ত করেছি এবং সমাজে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে শিখেছি। আমি অনুভব করেছি, একটি ছোট প্রয়াসও বড় ধরনের পরিবর্তনের সূচনা করতে পারে।