স্বাস্থ্য সচেতনতা মূলক ক্যাম্পেইন " মাক্স পড়ব করোনা প্রতিরোধ করবো "
"মাক্স পড়ব করোনা প্রতিরোধ করবো"
( ‘বাংলার চোখ’ স্বেচ্ছাসেবী, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন)এর সহযোগিতায় রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপের রোভাররা ২৮/১১/২০২০ শনিবার দুপুরে গংগাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নে প্রান্তিক চরাঞ্চচলে কৃষক-শ্রম প্রেশাজীবি ও সাধারণ মানুষদের মাঝে করোনাকালিন স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব বজায় রেখে, সাবান পানি ব্যবহারে জনগণকে উৎসাহিত করে।এবং মাস্ক বিতরন করে।
এর পাশাপাশি প্লাস্টিক টাইট র্টানার ব্যজ অর্জনের জন্য প্লাস্টিক এর ব্যবহার ও দূষণ আশংকা জনক হারে বেড়ে যাওয়ায় প্লাস্টিক ব্যবহারে নিরৎসাহী এবং কিভাবে রিসাইকেল করে পুনরায় ব্যবহার উপযোগী করা যায় সে ব্যপারে সচেতনা বৃদ্ধিতে কাজ করে তারা।