স্বাস্থ্য সচেতনতা মূলক ক্যাম্পেইন " মাক্স পড়ব করোনা প্রতিরোধ করবো "

স্বাস্থ্য সচেতনতা মূলক ক্যাম্পেইন " মাক্স পড়ব করোনা প্রতিরোধ করবো "

"মাক্স পড়ব করোনা প্রতিরোধ করবো" ( ‘বাংলার চোখ’ স্বেচ্ছাসেবী, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন)এর সহযোগিতায় রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপের রোভাররা ২৮/১১/২০২০ শনিবার দুপুরে গংগাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নে প্রান্তিক চরাঞ্চচলে কৃষক-শ্রম প্রেশাজীবি ও সাধারণ মানুষদের মাঝে করোনাকালিন স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব বজায় রেখে, সাবান পানি ব্যবহারে জনগণকে উৎসাহিত করে।এবং মাস্ক বিতরন করে। এর পাশাপাশি প্লাস্টিক টাইট র্টানার ব্যজ অর্জনের জন্য প্লাস্টিক এর ব্যবহার ও দূষণ আশংকা জনক হারে বেড়ে যাওয়ায় প্লাস্টিক ব্যবহারে নিরৎসাহী এবং কিভাবে রিসাইকেল করে পুনরায় ব্যবহার উপযোগী করা যায় সে ব্যপারে সচেতনা বৃদ্ধিতে কাজ করে তারা।
Number of participants
132
Service hours
1056
Topics
Youth Engagement
Legacy BWF

Share via

Share