সাইকেলযোগে ৫০০ কি.মি. পরিভ্রমণ
★(০৬/০১/২০২১) পরিভ্রমণকারী দলের চতুর্থ দিনের যাত্রাঃ
পরিভ্রমণকারী দলের সদস্যরা পরিভ্রমণের চতুর্থ দিনে জেলা পরিষদ ডাক বাংলো, সীতাকুণ্ড, চট্রগ্রাম থেকে যাত্রা আরম্ভ করেন। যাত্রা পথে তারা ঘোড়ামারা, ভাটিয়ারী,পাহাড়তলী, ছলিমপুর,পটিয়া,সাতকানিয়া হয়ে জেলা পরিষদ ডাক বাংলো, লোহাগাড়া, চট্টগ্রাম - এ ৪র্থ দিনের কার্যক্রম শেষ করেন।
পরিভ্রমণের যাত্রাকালীন সময়ে রোভাররা বিভিন্ন সরকারি - বেসরকারি অফিস, গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করে থাকে।
পরিভ্রমণের যাত্রা কালীন সময়ে রোভাররা করোনা ভাইরাসের সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামাল দিতে জনসাধারণকে সচেতন করার পাশাপাশি মাস্ক পরিধান করতে অবহিত করেন এবং কাপড়ের তৈরি মাস্ক বিতরণ করে থাকেন। এছাড়াও ডেংগু মশার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তন, প্লাস্টিক ব্যবহার, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতন করে থাকেন।
রোভারদের যাত্রা পথে সার্বিকভাবে সহযোগিতা করে থাকেন
এনামুল হক চৌধুরী, এ,এল,টি স্যার
প্রধান শিক্ষক, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতকানিয়া, চট্টগ্রাম। মোঃ মোবারক আলী লোহাগাড়া, সম্পাদক, লোহাগাড়া উপজেলা স্কাউট,চট্টগ্রাম। মোঃ আহসান হাবিব জিতু স্যার , উপজেলা নির্বাহী অফিসার, লোহাগাড়া, চট্টগ্রাম।