Plastic tide turner challenge badge entry level
# প্লাস্টিক টাইড টার্নারস চ্যালেঞ্জ ব্যাজ
পারম্ভিক পর্যায়।
" সমাজ সেবা "
বিষয়ঃ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন।
"একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন করি
প্লাস্টিক পুনঃব্যবহারে সচেষ্ট হয়"
এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিজ পরিবার, সহপাঠী, সমাজের সাধারণ মানুষকে প্লাস্টিকের পুনঃব্যবহারের আইডিয়া শেয়ার করা এবং ২০ টি পরিবারকে তালিকাভুক্ত করে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহারে নিরুৎসাহিত করা ও পরিবেশের জন্য প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে অবহিতকরণ।
* নামঃ রোভার অমিত বিশ্বাস।
* ইউনিটঃ খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট
রোভার স্কাউট গ্রুপ।
* জেলাঃ খুলনা জেলা রোভার
* ইমেইলঃ meamitbiswas99@gmail.com
*BS ID : AD0230
*world scout id: 2751248
#PTTCB
#PTTCBadgeBDScouts
#kpirsg
#bsroverregion
#khlrover
#BangladeshScouts