ঈদ উপলক্ষে রেলওয়ে যাত্রী সেবা
ঈদের সময় অনেক যানজট থাকে এবং যানবাহনগুলোর টিকিট পাওয়া খুবই কষ্টকর। তাই অনেক সময় দেখা যায় উৎসবের দিনে স্বজনের বাড়িতে যেতে পারেন না অনেকে। একটু শৃঙ্খলা বজায় রাখতে পারলে অনেকেই যেতে পারবে। এছাড়া যারা যান তাদের যাত্রায় অনেক কষ্ট হয় তাই আমি চাই তাদের যাত্রা আরামদায়ক হোক। ঈদের সময় রেলস্টেশনে খুব ভিড় থাকে। ঈদের আগে সবাই নিজ নিজ গ্রামে পরিবার-পরিজন নিয়ে একসঙ্গে ঈদ উৎসব উদযাপন করতে যায় তাই রেলস্টেশন ও বাস স্টেশনগুলোতে খুব ভিড় থাকে এবং টিকিট পাওয়া খুবই কঠিন।
গত ০১-০৬ এপ্রিল ২০২৪ খ্রি. মোট ২২ জন স্কাউট প্রতিদিন দুই শিফটে যাত্রীসেবা প্রদান করি। প্রথম শিফট সকাল ০৮:০০ থেকে দুপুর ০২:০০ টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফট বিকাল ০৩:০০ থেকে ০৫:০০ পর্যন্ত। প্রতিদিন প্রায় ৮-৯ ঘন্টা যাত্রীসেবা প্রদান করি।আমাদের এই যাত্রী সেবা কারণে অনেক শৃঙ্খলা বজায় থাকে এবং অনেক জাতীয় উপকৃত হয়। এবং আমাদের নিজের মধ্যেও অন্যরকম একটি খুশি কাজ করে। আমাদের সকলের উচিত যাত্রী পথে শৃঙ্খলা বজায় রাখা এবং এর সাথে সম্পর্কিত সব কিছুতে ই আইনকানুন নিয়ম শৃঙ্খলা বজায় রাখা।
আমাদের এই যাত্রী সেবা কারণে অনেক শৃঙ্খলা বজায় থাকে এবং অনেক জাতীয় উপকৃত হয়। এবং আমাদের নিজের মধ্যেও অন্যরকম একটি খুশি কাজ করে। আমাদের সকলের উচিত যাত্রী পথে শৃঙ্খলা বজায় রাখা এবং এর সাথে সম্পর্কিত সব কিছুতেই আইনকানুন নিয়ম শৃঙ্খলা বজায় রাখা।