Profile picture for user scout_rabbi_1
Bangladesh

ঈদ উপলক্ষে বস্ত্র ত্রান বিতরণ "আনন্দ অন্ন্বেষণ

সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে; তারাও যেন পবিত্র ঈদ এর দিন অন্য শিশুদের মত হাসতে পারে এই চেতনাকে প্রাধান্য দিয়ে “আনন্দ অন্বেষণ” নামক কর্মসূচী গ্রহন করা হয়।
সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে; তারাও যেন পবিত্র ঈদ এর দিন অন্য শিশুদের মত হাসতে পারে এই চেতনাকে প্রাধান্য দিয়ে “আনন্দ অন্বেষণ” নামক কর্মসূচী গ্রহন করে। ১০ই মে, ২০২১ ঢাকার কমলাপুরে রেলওয়ে স্কাউটস আঞ্চলিক ট্রেনিং সেন্টারে স্বাস্থ্যবিধি মেনে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে ঈদ উপহার বিতরণ করা হয় এতে প্রায় ৭০ জন সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ঈদের নতুন জামা এবং ত্রান সামগ্রি বিতরন করা হয়।
প্রায় ৭০ জন সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ঈদের নতুন জামা এবং ত্রান সামগ্রি বিতরন করা হয়। প্রায় ৭০ জন সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ঈদের নতুন জামা এবং ত্রান সামগ্রি বিতরন করা হয়।এতে সুবিধাবঞ্চিত সকলের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে পারি আমরা।
Number of participants
30
Service hours
6
Beneficiaries
70
Location
Bangladesh
Topics
Culture and heritage
Health lifestyles

Share via

Share