Profile picture for user rubayet99
Bangladesh

ডেঙ্গু প্রতিরোধ ২০২৫

বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ে—আর সেটা ঘিরেই চারপাশে দেখা যায় আতঙ্ক ও অসচেতনতা। আমি মনে করি, ডেঙ্গু প্রতিরোধ শুধু স্বাস্থ্য বিভাগের কাজ নয়, একজন রোভার হিসেবে সমাজকে সচেতন করাও আমার দায়িত্ব। এই দায়বোধ থেকেই আমি এই প্রকল্পে সক্রিয়ভাবে অংশ নিই।

“ডেঙ্গু প্রতিরোধ ২০২৫” প্রকল্পটি সরকারি মতিলাল কলেজ রোভার স্কাউটস গ্রুপের সদস্যদের উদ্যোগে বাস্তবায়িত হয়। আমরা কলেজ প্রাঙ্গণ, ড্রেন, আশপাশের ঝোপঝাড় ও নালা-নর্দমা পরিষ্কার করি এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে সচেতনতা ছড়িয়ে দিই। কোথায় পানি জমে আছে, কোথায় মশার জন্ম হচ্ছে—সেসব জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। লিফলেট বিতরণ, মাইকিং ও সরাসরি কাউন্সেলিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হয়।

এই প্রকল্পের মাধ্যমে আমি শিখেছি—পরিচ্ছন্নতা শুধু ব্যক্তিগত অভ্যাস নয়, এটি সামাজিক দায়িত্বও। ছোট ছোট উদ্যোগ যেমন মশার প্রজননস্থল পরিষ্কার রাখা, তেমনি সচেতনতা ছড়ানোও বড় ভূমিকা রাখে রোগ প্রতিরোধে। আমি বুঝেছি, প্রতিরোধই একমাত্র সুরক্ষা।

Started Ended
Number of participants
1
Service hours
18
Beneficiaries
200
Location
Bangladesh
Topics
Health lifestyles
Nature and Biodiversity
Clean Energy

Share via

Share