বাংলাদেশ স্কাউটস. সিরাজগঞ্জ জেলা রোভারের স্কাউটসের আয়োজনে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে  বার্ষিক ( ত্রৈ বার্ষিক) কাউন্সিল সভা অনুষ্ঠিত  হয়েছে।
Profile picture for user Md. Ashikur Rahaman_1
Bangladesh

বাংলাদেশ স্কাউটস. সিরাজগঞ্জ জেলা রোভারের স্কাউটসের আয়োজনে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে  বার্ষিক ( ত্রৈ বার্ষিক) কাউন্সিল সভা অনুষ্ঠিত  হয়েছে।

বাংলাদেশ স্কাউটস. সিরাজগঞ্জ জেলা রোভারের স্কাউটসের আয়োজনে 27 ফেব্রুয়ারি ২০২০ খ্রি. ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে  বার্ষিক ( ত্রৈ বার্ষিক) কাউন্সিল সভা অনুষ্ঠিত  হয়েছে। উক্ত কাউন্সিল সভার সভাপতিত্ব করেন জনাব মোঃ ফিরোজ মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সিরাজগঞ্জ ওসহ- সভাপতি, বাংলাদেশ স্কাউটস. সিরাজগঞ্জ জেলা রোভার। অনুষ্ঠান শুরুতে প্রথমে স্বাগত বক্তব্য প্রদান করেন  বাংলাদেশ স্কাউটস.  সিরাজগঞ্জ জেলা রোভারের  কমিশনার প্রফেসর মোঃ আমিনুল ইসলাম, এলটি। অনুষ্ঠানে বক্তব্যে  রাখেন  বাংলাদেশ স্কাউটস এর সহকারী পরিচালক (সিরাজগঞ্জ ও পাবনা) মোঃ রাজীব আহম্মেদ. সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউটস এর কমিশনার মোঃ সাজেদুল ইসলাম। ত্রৈ বার্ষিক) সাধারণ সভার  দ্বিতীয় পর্বে আলোচ্য সূচি অনুযায়ী সভার কার্যক্রম শুরু হয়।  বিগত ৩ বৎসরের জেলা  রোভার স্কাউটসের কার্যক্রমের একটি সংক্ষিপ্ত প্রতিবেদন পাঠ করেন সিরাজগঞ্জ জেলা রোভারের সম্পাদক শামসুল হক ( এ এল. টি)  । অত্বপর পরবর্তী ৩ বৎসরের জন্য নির্বাহী কমিটি গঠনে কল্পে নির্বাচনের আহব্বান জানানো হয়।  কোন প্রতিধন্ধিতা না থাতায় নিম্নোবর্ণীত পদগুলিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বসম্মতিক্রমে পদ গুলি পূরণ করা হয়।  কমিশনার পদে সকলের সম্মতিক্রমে পুনরায়  প্রফেসর মো: আমিনুল ইসলাম কে  মনোনিত করা হয় এবং সম্পাদক পদে সকলের সম্মতিক্রমে  শামসুল হক ( এ এল. টি)   কে পুনরায় সম্পাদক , সাখওয়াত হোসেন  কে  যুগ্ন-সম্পাদক , কোষাধ্যক্ষ হিসেবে আবিদ রোকনী কে   মনোনিত করা হয়। উক্ত সিরাজগঞ্জ জেলা রোভার এর ত্রৈ.বার্ষিক  কাউন্সিল সভায় সিরাজগঞ্জ জেলা রোভারের  ইউনিটের সম্পাদক ও প্রুপ সভাপতিগন  কাউন্সিলর হিসেবে   উপস্থিত ছিলেন।   আর কোন আলোচনা না থাকায় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) জনাব মোঃ ফিরোজ মাহমুদ সভার সমাপ্ত ঘোষণা করেন।
Number of participants
40
Service hours
120
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
Growth
Partnerships
Legacy BWF
Good Governance
Communications and Scouting Profile
Global Support Assessment Tool

Share via

Share