সুবর্ণ জয়ন্তী রোভার মুট-২০২৪
" সুবর্ণ জয়ন্তীর অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ গড়বে রোভার " এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ১-৫ ই মার্চ গাজীপুর এর জাতীয় রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র বাহাদুরপুর এ অনুষ্ঠিত হয়ে গেলো রোভার অঞ্চল কর্তৃক আয়োজিত, বাংলাদেশে প্রতিষ্ঠিত রোভারিং এর সুবর্ণ জয়ন্তী রোভার মুট-২০২৪।
উক্ত মুটে সারা বাংলাদেশ এর বিভিন্ন জেলা থেকে আগত রোভার ইউনিট গুলোর রোভার রা এই ৫ দিন বিভিন্ন শিক্ষামূলক, আনন্দ গন ও প্রতিযুগিতা মুলক এক্টিভিটি তে অংশ গ্রহন করে। তাছাড়া উক্ত ক্যাম্পের ম্যাধমে জনতে পারে SDG এর ১৭ টি গোল সম্পর্ক এবং কিভাবে কাজ করলে উক্ত গোল গুলো অর্জিত হবে তাও জানে রোভার রা। এছাড়া রোভার রা চ্যালেঞ্জ এর অংশ হিসেবে সমাজ সেবা করে মানুষ এর রাত্সা তৈরি করে দেয়, ভিন্ন ভিন্ন প্রজানিতর বৃক্ষ রোপন করে ইত্যাদি।
সারা দেশ থেকে রোভার, সেচ্ছাসেবক,কর্মকর্তা সহ প্রায় ৮০০০ এর মতো মানুষ এই মুটে অংশ গ্রহন করে।