Profile picture for user Md Rasel islam_1
Bangladesh

স্বাধীনতা দিবসে বর্তমান প্রজন্ম

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস। বাংগালী জাতির কাছে এই দিনটা অনেক আনন্দের একটা দিন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনীদের পরাজিত করে। বাংলার পূর্ব আকাশে উদিত হয়েছিলো লাল সবুজের পতাকা। এই বাংলার লাল পতাকায় মাঝে লুকিয়ে আছে কত মানুষের বুকের তাজা রক্ত, মা বোন দের সম্মান,৩০ লক্ষ শহিদ এর বুকের তাজা রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা। শহীদ প্রতি সম্মান ও মুক্তিযুদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন ও তাদের স্বরন করতে এই দিনটি পালন করা হয়। এই মুক্তিযুদ্ধা দের বিভিন্ন সমস্যা সমাধান ও তাদের জীবনের এই অর্জনের কাহিনি কিভাবে দেশের জন্য কাজ করেছে। ইত্যাদি। বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে এই ভিন্ন আয়োজন। তাদের সম্মান এর জন্য সকালে পুষ্প অর্পণ, কুজ কাওয়াজ, বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন ফুল দিয়ে বরন সহ আলোচনা সভা ও আর্থিক অনুদান এর মাধ্যমে এই অনুষ্ঠান টি সম্পন্ন করা হয়। এর মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারি। তাদের নিজ চোখে দেখে উপলব্ধি করতে পারি একজন মানুষের সাহস ও মনোবল দ্বারা সব কিছু করতে পারে। তাদের সাথে পরিচিত হই। তাদের অনুপ্রেরণা তে অনুপ্রাণিত হয়ে দেশের প্রতি ভালোবাসা আরো বৃদ্ধি পায়। এই সকল সরকারি দিবস গুলি এর বাস্তব উদাহরণ ও দক্ষতা বৃদ্ধি তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বর্তমান প্রজন্মের কাছে।
Topics
Culture and heritage
Good Governance
Youth Engagement

Share via

Share