⚜️ ইফতার মাহফিল- ২০২৫ ⚜️

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের সম্মানিত গ্রুপ সভাপতি শেখ আশরাফুর রহমান মহোদয় , রোভার স্কাউট গ্রুপের আরএসএল ও গ্রুপ সম্পাদক মোঃ আমজাদ হোসাইন স্যার ও গার্ল-ইন রোভার স্কাউট লিডার ওয়াদিয়া ইকবাল চৌধুরী ম্যাম। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সম্মানিত ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের বর্তমান ও সাবেক রোভারগণ । প্রসঙ্গত, এই পুরো প্রোগ্রামটি বাস্তবায়নে সার্বিক দায়িত্বে ও সহযোগিতায় ছিল মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের 'ক্রু-কাউন্সিল কার্যকরী পরিষদ' এর রোভারগণ পাশাপাশি বর্তমান বিভিন্ন স্তরের রোভারগণ যারা এই প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করতে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন ।❣️
Number of participants
100
Youth development hours
18
Location
Topics
Youth Engagement
Inner peace and spirituality
Communications and Scouting Profile

Share via

Share