ঈদ উপহার সামগ্রী বিতরণ-২০২৪
মুসলমান ধর্মের সবচেয়ে বড় উৎসব হলো পবিত্র ঈদ।
যা একটি পরিবারকে সমৃদ্ধি ও আনন্দে ভরিয়ে দেয়। ঈদের সময় সবাই চায় তাদের বাসায় ভালো কিছু খাবার রান্না হবে। কিন্তু সবারই ভাগ্য হয়ে ওঠে না। তাই আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর ছোট্ট একটি চেষ্টা করেছি। আমাদের কারণে হয়তো কিছু সংখ্যক পরিবারে এই ঈদের দিনটি সুন্দর যাবে এবং ভালো কিছু খাবার খেতে পারবে। আমাদের একটি ভাল কাজ হয়তো অন্যদেরও মাঝে কিছু ভালো কাজ করতে উৎসাহিত করবে।
আমাদের কাজী আজিমউদ্দিন কলেজে রোভার স্কাউট গ্রুপ এর সভাপতি ও গাজীপুর জেলা রোভারের সহ-সভাপতি জনাব, প্রফেসর অধ্যক্ষ হারুনু অর রশিদ হাওলাদার স্যারের নেতৃত্বে গাজীপুর প্রেসক্লাবের সামনে বট গাছের নিচে ত্রাণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক জনাব, আহসান উল্লাহ বিপ্লব রোভার স্কাউট লিডার কাজী আজিমউদ্দিন কলেজের রোভার ইউনিট-(খ)।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাজীপুর প্রেসক্লাবের কর্মকর্তা সহ সমাজের আরো সম্মানিত উচ্চ পদস্থ ব্যক্তিবর্গ। আমাদের এই রোভারদের কার্যক্রম দেখে তারা অনেক উচ্ছ্বাস,আনন্দ ও গর্বিত প্রকাশ করেন। এবং পরবর্তীতে তারাও আরো বড় পরিসরে ত্রাণ সহযোগিতা বিতরণের প্রতিশ্রুতি দেন।
উক্ত ঈদ উপলক্ষে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে পরে ৬৫ জন অসহায়,ভূমিহীন,বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।