অনলাইন কনটেন্ট রাইটিং ও পোস্টিং বিষয়ক ওয়ার্কশপ
Bangladesh

অনলাইন কনটেন্ট রাইটিং ও পোস্টিং বিষয়ক ওয়ার্কশপ

ইন্টারনেট ব্যবহারের বৃদ্ধির সাথে সাথে বাড়ছে কন্টেন্ট রাইটিং এর চাহিদা। কারণ, যেকোনো কিছুর ডিজিটাল উপস্থিতি বা ইন্টারনেটে উপস্থিতি নিশ্চিত করতে আগে দরকার কন্টেন্ট রাইটিং। ডিজিটাল কন্টেন্ট রাইটিং মিডিয়া এবং যোগাযোগের প্রতিটি ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দিন দিন বাড়ছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। প্রতিনিয়ত মানুষকে আকৃষ্ট করার জন্য তৈরী করা হচ্ছে চমকপ্রদ কনটেন্ট আর এই কনটেন্টের মান উন্নয়নের জন্য প্রতিবারের মত এবারও বাংলাদেশ স্কাউটস জনসংযোগ, প্রকাশনা ও মার্কেটিং বিভাগ আয়োজন করেছে অনলাইন কনটেন্ট রাইটিং ও পোস্টিং বিষয়ক ওয়ার্কশপ। গত ২৫ সেপ্টেম্বর শুরু হওয়া কোর্সের সমাপনী হবে আজ ২৬ সেপ্টেম্বর। ওয়ার্কশপে অংশগ্রহণ করেন সারাদেশের অর্ধশতাধিক রোভার ও বাংলাদেশ স্কাউটস এর মিডিয়া টিমের সদস্যরা। ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনসংযোগ প্রকাশনা ও মার্কেটিং বিভাগের জাতীয় কমিটির সভাপতি মোঃ মফিজুল ইসলাম। সভাপতিত্ব করেছেন জনসংযোগ প্রকাশনা ও মার্কেটিং বিভাগের জাতীয় কমিশনার সরোয়ার মোহাম্মদ শাহরিয়ার। আরও উপস্থিত ছিলেন জনসংযোগ প্রকাশনা ও মার্কেটিং বিভাগের জাতীয় উপ কমিশনার সালাউদদিন আহমেদ, জাতীয় উপ কমিশনার শাফায়েতুল ইসলাম। সহকারী পরিচালক সামসুল আজাদ। বর্তমান সোস্যাল মিডিয়ার যুগে স্কাউটস সম্পর্কিত ভালো এবং মানসম্মত কন্টেন্ট এর প্রয়োজন অপরিসীম। স্কাউটস আন্দোলনে আকৃষ্ট করার জন্য স্কাউটদের সফলতার গল্প, স্কাউটিং লাইফের মজার অভিজ্ঞতা, ক্যাম্পিং এসব নিয়ে সোস্যাল মিডিয়ায় প্রচার প্রয়োজন। এই ওয়ার্কশপ এর মাধ্যমে আমরা ভালো কন্টেন্ট লিখতে বা তৈরি করতে পারা সহ আরও অনেক বিষয়ে শিখেছি এবং শিখবো। শেখানো হচ্ছে ডিজিটাল কন্টেন্ট এর লেখার নিয়ম,ছবি / ভিডিও বাছাই প্রক্রিয়া, ওয়ার্ল্ড স্কাউট ব্যুরোর ফেসবুক নীতিমালা। শাহাদাত হোসেন রাহাত সহকারী রোভার মেট, ক্রিস্টাল ওপেন স্কাউটস সদস্য,মিডিয়া টিম,বাংলাদেশ স্কাউটস।
Topics
Youth Programme
Youth Engagement
Personal safety
Legacy BWF
Good Governance
Communications and Scouting Profile
Partnerships
Growth

Share via

Share