Bangladesh

ট্রাফিক নিয়ন্ত্রণে আমরা

বিগত ১৫ ই জুলাই ২০২৪ -এ আমাদের দেশের ছাত্ররা অরাজকতার বিরুদ্ধে আন্দোলন করেন। সেখানে না জানা আরও বীর আছে যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীন দেশ। বাংলাদেশ দ্বিতীয় বারের মতো স্বাধীন হলো। দেশ হলো স্বৈরাচার মুক্ত।তবে এই স্বাধীন দেশে তখনও সংস্কার পুরোপুরি হয়ে উঠেনি। দেশের নাগরিকদের সাহায্য করতে কিছু স্কাউট এবং দেশের ছাত্র-ছাত্রীরা মিলে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করে। যার ফলে শতাধিক মানুষ উপকৃত হয়। এছাড়াও আশে পাশের সাধারণ জনগণও আমাদের অনেক সাহায্য এবং আত্মবিশ্বাস যুগিয়েছে।
আমাদের দলে ছিল দুইজন মেয়ে এবং ৪ জন ছেলে। আমরা সকাল ৮:০০ বাজে মানিকনগর বিশ্বরোডে কাজ করি।চার মূখী রাস্তার চার পাশে চারজন করে দাড়াই,এবং বাকি দুজনকে ব্যাকআপের জন্য রাখি।এক পাশের যাওয়া আ সার জন্য গাড়ি ছাড়লে আরেক পাশ বন্ধ করে দেওয়াই ছিল আমাদের কাজ। আমাদের কাজ দেখে সকলে আমাদের উৎসাহিত করেছে এবং সাহায্যও।সকলে নিয়ম সুন্দরভাবে পালন করেছে। স্কাউটদের পাশাপাশি এলাকার ছাত্ররাও আমাদের অনেক সাহায্য করেছে ।
এই প্রোজেক্টটি থেকে আমি অনেক কিছুই শিখতে পেরেছি।বিপদে মানুষের পাশে এগিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ। আমার ৫ দিনের কাজে সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে মানুষের দোয়া। তাদের এই দোয়া দ্বিতীয়বার আমাদের কাজ করার জন্য উৎসাহিত করেছে।এই কাজের ফলে ট্রাফিক আইন মেনে চলবে এখন দেশের নাগরিক।
Started Ended
Number of participants
6
Service hours
15
Beneficiaries
150
Location
Bangladesh
Topics
Peacebuilding
Youth Engagement
Youth Programme

Share via

Share