তীব্র তাপদাহে তৃষ্ণার্ত মানুষের পাশে
বাংলাদেশের আবহাওয়ার অনেকটাই বেশি, যেমন যেদিন আমরা এই কাজটি করা শুরু করি সেই দিন যশোর জেলার তাপমাত্রা ৪৩.৩° ছিল। এই মাথা ফাটা রোদ এর মাঝেও অনেক মানুষ তাদের কাজকর্ম করতে রাস্তায় বের হয়। এই অতিরিক্ত তাপমাত্রা পথচারীদের তৃষ্ণার্ত করে তুলে, তাই এই পথচারীদের তৃষ্ণার্তা কমানোর জন্য, আমরা উদ্যোগটি নেই । #lgmsc
আলহামদুলিল্লাহ,
আজ লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজ স্কাউট গ্রুপের 'সাবেক স্কাউট' সদস্যরা মিলে পথচারী ও বিভিন্ন পেশার মানুষের মাঝে ফ্রিতে সরবত পান করার ব্যবস্থা করি। ১ম দিনে প্রায় ২০০০+ লোক কে শরবত পান করানো হয়। লালবাগ শ্মশানঘাট-হাজারিবাগ পর্যন্ত ২টি ভ্যান গাড়ির মাধ্যমে কাজটি সম্পূর্ণ করা হয়।
আমরা যদি এই কঠিন সময় অন্য মানুষকে সাহায্য করি তাহলে অনেক মানুষই 'হিস্টক' করা থেকে বেঁচে যাবে। একজন মানুষ হিসেবে আরেকজন মানুষকে সাহায্য করলে মনে শান্তি পাওয়া যায়, এবং দেশেরও অনেক উন্নতি হতে পারে। আমি মনে করি।