শরবত ও ঠান্ডা পানি বিতরণ
তীব্র তাপদাহে যখন জনজীবনে বিপর্যস্ত। দৈনিক তাপমাত্রা ছিল ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াস! এসময় অনেক শ্রমজীবি মানুষ, রিকশাচালক অনেক গরমে, রোদে কষ্ট করে কাজ করে যাচ্ছেন জীবিকার তাগিদে। যা তাদের শরীরের জন্য অনেক কষ্টসাধ্য ব্যাপার ছিল। তাদের তৃষ্ণাত্ম মেটানো এবং শরীরের এনার্জি বাড়ানোর জন্য আমাদের উক্ত কার্যক্রম পরিচালনা করা।
গত ২৭/০৪/২০২৪ ইং তারিখে ট্রুপ ২১ মুক্ত স্কাউট গ্রুপের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি ও তার আশেপাশে এর এলাকায়,তীব্র গরমের ক্লান্ত পথিক ও রিক্সাচালকদের মাঝে শরবত ও ঠান্ডা পানি বিতরণ করা হয়। উক্ত কার্যক্রমটি ট্রপ ২১ মুক্ত স্কাউট গ্রুপের, সম্পাদক মোঃ সুরুজ্জামান রিমন,গ্রুপ স্কাউট লিডার খন্দকার নাসিম হায়দার(prs,wb) ও রোভার স্কাউট লিডার মাহমুদ হাসান তালুকদারের নেতৃত্বে গ্রুপে এক ঝাক দক্ষ ও চৌকস স্কাউট ও রোভার অংশগ্রহণ করে।
অতিরিক্ত গরমে, মানুষ যখন হাসফাস করছে, বেহাল দশায় তাদের শারীরিক অবস্থার অবনতি এসময় তাদের পাশে দাঁড়াতে পেরে, তাদের সেবা প্রদান করতে পেরে নিজেকে একজন সেচ্ছাসেবক হিসেবে গর্বিত মনে করি। প্রতিটি দূর্যোগে আমাদের সেবা প্রদানে এগিয়ে যেতে হবে, উক্ত বিষয় উপলব্ধি করতে পারি।