রমজান মসে ইফতার বিতরণ

রমজান শুধুমাত্র রোজা রাখার মাস নয়, এটি সংযম, সহানুভূতি এবং দানের মাসও। এ মাসে আমরা নিজের ক্ষুধা ও তৃষ্ণার অনুভূতি বুঝতে শিখি, যাতে অসহায় ও দুস্থ মানুষের কষ্ট অনুভব করতে পারি।

এই মহিমান্বিত মাসকে উপলক্ষ করে বাংলাদেশ ইন্সটিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিক্স রোভার স্কাউট গ্রুপের সদস্যরা এক মানবিক উদ্যোগ গ্রহণ করেন। গত ১৫ মার্চ ২০২৫ তারিখে তারা নিজ প্রতিষ্ঠানে খিচুড়ি ও মুরগির রান্না করেন এবং সেই খাবার তেজগাঁও সাতরাস্তা ও আশপাশের এলাকায় ১৫০ জন পথচারী ও অসহায় মানুষ এবং ২০ জন পুলিশ সদস্যের মাঝে বিতরণ করেন।

এই কর্মসূচি শুধু খাদ্য বিতরণই নয়, বরং এটি সহমর্মিতা, ভালোবাসা ও সমাজের প্রতি দায়িত্ববোধের প্রতিফলন। বাংলাদেশ ইন্সটিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিক্স রোভার স্কাউট গ্রুপের এই উদ্যোগ নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক এবং ভবিষ্যতে এ ধরনের কাজ আরও সম্প্রসারিত হবে বলে আশা করা যায়।

Number of participants
9
Service hours
10
Beneficiaries
170
Location
Bangladesh
Topics
Better Choice
Health lifestyles
Humanitarian action
Initiatives
Peace and Community Engagement

Share via

Share