
রাস্তা মেরামত ২০২৫
রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়লে সাধারণ মানুষ বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগীদের অনেক ভোগান্তি পোহাতে হয়। এই সমস্যার সমাধানে রোভার হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করার আগ্রহ থেকেই আমি কাজ শুরু করি। সৃজন ওপেন রোভার স্কাউট গ্রুপের হয়ে মানুষের উপকারে আসার সুযোগ ও সমাজের জন্য কিছু করার মানসিকতাই ছিল আমার প্রধান অনুপ্রেরণা।
সৃজন ওপেন রোভার স্কাউট গ্রুপের আটজন সদস্য এই রাস্তামেরামত প্রকল্পে অংশগ্রহণ করি। আমাদের সঙ্গে আরও কয়েকটি ইউনিটের সদস্যরাও যুক্ত হন এবং সকলে মিলে ক্ষতিগ্রস্ত গ্রামীণ রাস্তাগুলো সংস্কার কাজে সহায়তা করি। কাদামাটি পরিষ্কার, গর্ত ভরাট এবং চলাচলের উপযোগী করে রাস্তা তৈরি ছিল আমাদের মূল কাজ। স্থানীয় লোকজনের সহযোগিতায় এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
এই প্রকল্পে অংশ নিয়ে আমি বুঝেছি, একটি সমাজে মানুষের চলাচলের জন্য ভালো রাস্তা কতটা জরুরি। সৃজন ওপেন রোভার স্কাউট গ্রুপের সদস্য হিসেবে কাজ করতে গিয়ে আমি শিখেছি কীভাবে দলগতভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে বাস্তব সমস্যা সমাধান করা যায়। শারীরিক শ্রম, দায়িত্ববোধ এবং সহযোগিতার মানসিকতা—এই প্রকল্প আমাকে এগুলো বাস্তবে প্রয়োগ করতে শিখিয়েছে।