Profile picture for user tanjimjoy13@gmail.com
Bangladesh

নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ সড়কের পথে : সচেতনতামূলক কাজ

সাধারণ জনগণের নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে একটি যানজটমুক্ত, শৃঙ্খলাবদ্ধ এবং নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলার স্বপ্ন নিয়ে আমরা এই কাজটি হাতে নিয়েছি। একজন সচেতন রোভার স্কাউট হিসেবে সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা থেকেই আমরা এই উদ্যোগ গ্রহণ করি। ট্রাফিক আইন সম্পর্কে চালক ও পথচারীদের সচেতন করা এবং শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে সহায়তা করাই ছিল আমাদের মূল উদ্দেশ্য।

 রোভার স্কাউট সদস্যরা শরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান করে ট্রাফিক নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশকে সহায়তা কররা চালকদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করি, সঠিক লেনে গাড়ি চালাতে উৎসাহিত করি এবং পথচারীদের নিরাপদভাবে রাস্তা পারাপারে সহায়তা করি। আমাদের এই উদ্যোগে চালক ও পথচারীরা স্বতঃস্ফূর্তভাবে ট্রাফিক নিয়ম মেনে চলতে শুরু করেন, যার ফলে ট্রাফিক ব্যবস্থাপনা সহজ হয় এবং সবার জন্য নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়। এই অভিজ্ঞতা আমাদেরকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করেছে।

এই কাজের মাধ্যমে শহরের যানজট অনেকটাই কমে আসে, মানুষ সহজে ও স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পারে। চালকদের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়, ফলে ভবিষ্যতেও তারা নিয়ম মেনে চলতে আগ্রহী হয়ে ওঠে। এতে করে সড়ক দুর্ঘটনার সম্ভাবনাও হ্রাস পায়। ট্রাফিক পুলিশের ওপর চাপ কমে যায় এবং সাধারণ মানুষের সঙ্গে স্কাউটদের একটি সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এর মাধ্যমে সমাজে সচেতনতা, শৃঙ্খলা ও সম্মিলিত দায়িত্ববোধের একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়ে।

Started Ended
Number of participants
10
Service hours
40
Beneficiaries
5000
Location
Bangladesh
Topics
Communications and Scouting Profile
Personal safety
Civic engagement

Share via

Share