 
মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম
আমাদের ইনস্টিটিউটের মসজিদ অনেকদিন ধরেই অপরিষ্কার ছিল। 
স্যারদের ও আমাদের সকলের উদ্যোগে আমরা এই কার্যক্রম শুরু করি। 
আমাদের স্কাউট হিসেবে দায়িত্ব  থেকে অনুপ্রিত হয়েছি যে  মসজিদ টি পরিষ্কার করা দরকার। যাতে সবার  নামাজ পড়তে সুবিধা হয়।
      
            আমরা প্রায় ২০ থেকে ২২ জন ছিলাম। ওখানে আমরা সবাই মসজিদের সামনে সবাই একসাথে হয়ে। নিজেদের মধ্যে দল ভাগ করে দায়িত্ব বন্টন করে নিয়েছি 
যার যার দায়িত্ব অনুযায়ী মসজিদের বিভিন্ন অংশ পরিস্কার কার্যক্রম শুরু করেছি। 
এভাবে দীর্ঘ পাঁচ থেকে ছয় ঘন্টা কাজ করার পরে মসজিদটি পরিষ্কার সম্পন্ন করেছে।
      
            প্রকল্পের শিক্ষা হচ্ছে । নিজের আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখা উচিত। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় যেকোনো ধরনের কাজ অনেক সুন্দর ভাবে করা যায়।
      
  
           
       
 
 
 
 
