ক্ষুধাকে শুন্যের পর্যায়ে নামিয়ে আনার প্রচেষ্টা
আমাকে অনুপ্রাণিত করেছিলো আমার অন্যান্য স্কাউট বন্ধুরা। তাদের থেকে আমি এই বিষয় সসর্ম্পকে জেনে কাজটি করতে আগ্রহী হই। আমি চাই আমার এই কাজের মাধ্যমে অন্যরাও অনুপ্রাণিত হোক।
আমার কাজটি বাস্তবায়িত হয়েছিলো চট্টগ্রাম শহরে। আমি আমার কাজটি করেছিলাম দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করে। আমি এই কাজটির মাধ্যমে সমাজ কে ক্ষুধা শুন্য করতে চাই।
আমার এই প্রকল্প ক্ষুধা শুন্য করতে প্রভাব ফেলেছে। এই কাজের মাধমে ১৫ জন মানুষ উপ্রকৃত হয়েছে।এটি জনগণের উপর আদর্শ ও শান্তিপূর্ণ প্রভাব ফেলেছে
আমার এই কাজের মাধ্যমে আমি শিখেছি কিভাবে মানুষের ক্ষুধা নিবারন করতে সাহায্য করা যায়।আমার এই কাজটিকে আরো ভালো করা যায় যদি আমরা আরো দক্ষ মনোবল নিয়ে কাজ করতে পারি