Profile picture for user akib3107
Bangladesh

কোভিড-১৯ ভ্যাক্সিনেসন কর্মসূচিতে সেচ্ছাসেবক হিসেবে

কোভিড-১৯ ভাইরাস মহামারি পৃথিবীর সকল দেশের শিশু থেকে শুরু করে সকল বয়সের মানুষ এ সংক্রামনে মৃত্যু বরণ করেছেন।কোরোনা কালীন এসব দৃশ্য আমি নিজ চোঁখে দেখেছি এবং তাই আমি প্রতিজ্ঞা করি যে সকল মানুষের পাশে দাড়াবো তাই আমি কোভিড-১৯ ভ্যাক্সিনেসনে সেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করি।

কোভিড-১৯ মহামারি একটি সংক্রামক যা পৃথিবীর প্রায় সকল দেশে ছরিয়ে পরে এবং এ রোগে আক্রান্ত ব্যক্তিরা অধিকাংশ মৃত্যু বরণ করেছেন তাই বাংলাদেশের প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের এ রোগ থেকে রক্ষা করার জন্য ৬ষ্ঠ-১০ম শ্রেনীর শিক্ষার্থীদের মা ও শিশু স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে ফাইজার ভ্যাক্সিন প্রদান করা হয়। সেখানে আমি যেসকল শিশু ভ্যাক্সিন দিচ্ছে তাদের তথ্য সংগ্রহ, তারা ভ্যাক্সিন গ্রহনের পূর্বে তাদের সাস্থ্য ঠিক আছে কি না এবং তারা ভ্যাক্সিন গ্রহনের পর তারা অসুস্থ্য হচ্ছে কি না ,ভ্যাক্সিন ক্যাম্পের নিরাপত্তা ইত্যাদি দায়িত্ব পালন করি

কোভিড-১৯ থেকে রক্ষা পেতে সকলকে সাস্থ্য বিধি মেনে চলতে হবে, নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে , বাসায় আসার পর সাবান দিয়ে হাত ধৌত করতে হবে ,মাক্স ব্যাবহার করতে হবে এবং সকলকে ভ্যাক্সিন গ্রহন করতে হবে।

Started Ended
Number of participants
30
Service hours
72
Beneficiaries
6000
Location
Bangladesh
Topics
Good Governance
Legacy BWF
Health lifestyles

Share via

Share