দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ -২০২৪
"রমজানে আমাদের অঙ্গীকার দরিদ্র, পথচারী পাবে ইফতার" এই ইচ্ছা পোষণ করে আমরা নিজেদের জমানো অর্থ দিয়ে দরিদ্র, পথচারী ও রিকশাচালক রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করি।
এই পবিত্র রমজান মাসে অনেক দরিদ্র রোযাদার আছেন যারা সারাদিন রোজা রেখে ঠিকমতো ইফতার করতে পারেন না। এই সকল দরিদ্র মানুষকে ইফতার দেয়াই আমাদের মূল উদ্দেশ্য ছিল। আমরা পাবনা শহরের বিভিন্ন স্থানে এই ইফতার বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করি। আমরা আমাদের রোভার ডেন থেকে ইফতার প্রস্তুত করে রাস্তায় বেরিয়ে পড়ি এবং শহরে বিভিন্ন স্থানে গরীব, রিকশাচালক ও পথচারীদের মাঝে আমাদের ইফতার ও নিরাপদ পানি পৌঁছে দেই।
ইফতার একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার। এটি মুসলিমদের সারাদিনের রোজা ভাঙার এবং একসাথে খাওয়ার একটি উপলক্ষ। এটি আত্মত্যাগ, ধৈর্য, এবং সহানুভূতির শিক্ষা দেয়। ইফতার মুসলিমদের সারাদিন রোজা রাখার পরে পুনরুজ্জীবিত হতে সাহায্য করে।