Profile picture for user akib3107
Bangladesh

ভিটামিন"এ"ক্যাম্পেইনে সহায়তা প্রদান ও সচেতনতা বৃঃ

প্রত্যেক বছর আমাদের দেশে শিশুদের ভিটামিন "এ" এর অভাব দূর করতে ভিটামিন "এ" ক্যাম্পেইন করা হয় ।এ কাজে সহয়তা ও ভিটামিন "এ" ক্যাপসুল এর প্রয়োজনীয়তা সম্পর্কে সকলকে সচেতন করতে আমি এ ক্যাম্পেইন এ সেবা দান করি যাতে প্রতিটি শিশু ভিটামিন "এ" ক্যাপসুল গ্রহন করতে পারে।

ভিটামিন "এ" ক্যাপসুল ক্যাম্পেইনে স্বাস্থ্য কর্মীদের সাথে আমরা ৯ দিন যাবত সেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করি। সেই সাথে একটিও শিশু যেন ভিটামিন এ ক্যাপসুল গ্রহণ থেকে বাদ না পরে সে লক্ষ্যে আরও সাতদিন পার্শবর্তী সাতটি এলাকায় জনসচেতনতা মূলক কার্যক্রম সম্পন্ন করেছি। ভিটামিন "এ" এর অভাব জনিত রোগ দেখা যাতে না যায় সে লক্ষে আমাদের কার্যক্রম চালায়, এবং শিশুদের পরিবার দের সাথে ভিটামিন "এ" ক্যাপসুল খাওয়ানোর গুণাবলী সম্পর্কে জানায় । আর সাধারণ জনগণ তাদের শিশুদের ভিটামিন "এ" ক্যাপসুল খাওয়ানোর প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পেরে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

শিশুদের ভিটামিন "এ" ক্যাপসুল খাওয়ানোর প্রয়োজনীয়তা সম্পর্কে জেনেছি। ভিটামিন "এ" ক্যাপসুল কখন খাওয়ানো যাবে, ভিটামিন "এ" ক্যাপসুল এর গুণাবলী সম্পর্কে জেনেছি। প্রতিটি শিশুর ভিটামিন "এ" ক্যাপসুল খাওয়ানো কতটা প্রয়োজন তা জানেছি। ভিটামিন "এ" এর অভাবে কোন কোন রোগ হতে পারে তা জানতে পেরেছি ইত্যাদি।

Started Ended
Number of participants
4
Service hours
12
Beneficiaries
100
Location
Bangladesh
Topics
Youth Programme
Interpersonal skills
Good Governance
Legacy BWF

Share via

Share