Profile picture for user fahim8914
Bangladesh

ভাঙা রাস্তা মেরামত কর্মসূচি।

মানবসেবায় নিয়োজিত থাকা আমাদের জীবনে এক অনন্য প্রশান্তি নিয়ে আসে। যখন আমরা মানুষের উপকারে আসি, তখন শুধু মনের নয়, শরীরেরও প্রশান্তি অনুভব করি। কারণ মানুষের কল্যাণে কাজ করাই মানবতার প্রকৃত রূপ। গ্রামীণ জনপদের মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম হলো রাস্তা। একটি গ্রামের রাস্তাঘাট যদি মজবুত, চলাচলের উপযোগী ও নিরাপদ হয়, তাহলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটে। ফলে গ্রামের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হয়। একটি গ্রামের উন্নয়ন মানেই একটি দেশের অগ্রগতি।
উক্ত কর্মসূচি সিরাজগঞ্জ হার্ড পয়েন্ট এর পার্শ্ববর্তী এলাকার এক গ্রামের রাস্তা ভাঙ্গা থাকায় গ্রামের মানুষেরা তাদের দৈনন্দিন জীবনে চলাফেরা মুশকিল হয়ে গিয়েছিল।সেখানে দলগতভাবে কিছু রাওয়ার স্কাউট সদস্যরা মিলে রাস্তাটি মেরামত করা হয়।
গ্রামের রাস্তা গুলোতে চলাচল সঠিকভাবে নিশ্চিত থাকলে গ্রামের মানুষের দৈনন্দিন জীবনের সমস্যার সম্মুখীন হতে হবে না এবং তাদের কর্মক্ষেত্রে যাতায়াতে অসুবিধার সৃষ্টি হবে না।
Number of participants
25
Service hours
5
Beneficiaries
200
Location
Bangladesh
Topics
Civic engagement
Healthy Planet
Good Governance

Share via

Share