Profile picture for user wmdsolaiman@gmail.com
Bangladesh

ডে ক্যাম্প - ২০২৩

"মুক্তাঙ্গন হল স্কাউটিংয়ের প্রকৃত উদ্দেশ্য এবং সফলতার চাবিকাঠি" স্লোগানে আজ ২৫ নভেম্বর, ২০২৩ ইং, রোজ শনিবার অনুষ্ঠিত হলো রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ কর্তৃক আয়োজিত “ডে ক্যাম্প ও প্রকৃতি পর্যবেক্ষণ-২০২৩"। যা রাজশাহী পদ্মা তীরবর্তী হাইটেক পার্ক ও আই বাধে অনুষ্ঠিত হয়। ক্যাম্প কর্মসূচি অনুযায়ী সকাল ১০ ঘটিকা হতে রিপোর্টিং ও ১০:৩০ ঘটিকা হতে ফ্লাগ মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত ফ্লাগ মিটিংয়ের মধ্য দিয়ে শুভারম্ভ হয় ডে ক্যাম্পে ও প্রকৃতি পর্যবেক্ষণ। পরবর্তী চ্যালেঞ্জ 'অজানার পথে' হাইকিং ডে ক্যাম্পেটিকে করে তোলে রোমাঞ্চকর। ফিল্ডবুক ও কম্পাস হাতিয়ার করে রোভাররা অজানাকে জয় করতে সক্ষম হয়। সর্বপরি ফ্লাগ মিটিংয়ের মধ্য দিয়ে নিজেকে দক্ষ রোভার ও সুনাগরিক হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে সমাপ্ত হয় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ কর্তৃক আয়োজিত ডে ক্যাম্প ও প্রকৃতি পর্যবেক্ষণ।
Topics
Civic engagement
Healthy Planet
Partnerships

Share via

Share