প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ

প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ 

প্রারম্ভিক পর্যায়ঃ 

ধাপঃ
১/ তাত্ত্বিকঃ প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি এবং প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ এর নীতিমালা সম্পর্কে সঠিক ধারণা লাভ করেছি।

২/ সমাজ সেবাঃ ২০ টি পরিবারকে একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক ব্যবহারে নিরুৎসাহিত করেছি। 

৩/ সমাজ উন্নয়নঃ সমাজ উন্নয়ন কার্যক্রমে আমি আমার এলাকার পরিবেশ পরিস্কার ও স্বাস্থ্য সুরক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলাম। বিভিন্ন ময়লা যেমন পলিথিন ব্যাগ, প্লাস্টিকের বোতল, হুইলের ঠোঙা, চিপস এর প্যাকেট ইত্যাদি কুড়িয়ে তা নির্দিষ্ট স্থানে রেখে পুরিয়ে ফেলেছি।
এছাড়াও সমাজ সেবা ও সমাজ উন্নয়ন কার্যক্রমে যে সকল প্লাস্টিক একবার ব্যবহার করে ফেলে দিতে হয় সেই সকল প্লাস্টিক দিয়ে বিভিন্ন কারুকাজ করেছি। 

৪/ অনলাইন কার্যক্রমঃ সমাজ সেবা ও সমাজ উন্নয়ন কার্যক্রমের ছবি আমি PTTCBadgeBDScouts ফেসবুক গ্রুপে #PTTCBadgeBDScouts ব্যবহার করে আপলোড করেছি।

আমি আমার প্রারম্ভিক পর্যায়ের কাজ ১ মাসের মধ্যে শেষ করেছি। 

Started Ended
Number of participants
1
Service hours
90
Location
Bangladesh
Topics
Legacy BWF
SDGS

Share via

Share